রোজদিন ডেস্ক :- রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃ্ষ্ণ দাস ব্রহ্মচারী। আর এই ঘটনায় বাংলাদেশ উত্তাল।এখনও চলছে বিক্ষোভ। এর মধ্যেই গতকাল শাহবাগে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মিছিলে হামলার অভিযোগ আর তা নিয়ে সেখানে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এমনকি শুরু হয় ইটবৃষ্টি। যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। কড়া হাতে বাংলাদেশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানিয়েছেন।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতের হস্তক্ষেপ দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। বিস্তারিত জানিয়ে একটি টুইট করেছেন বিরোধী দলনেতা। তিনি লিখছেন, ঢাকার বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে বাংলাদেশ গোয়েন্দা বিভাগ আটক করেছে। হিন্দু সংখ্যালঘুদের বাঁচানোর লড়াইয়ে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। এই
ঘটনায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আশঙ্কা, বাংলাদেশের সনাতনীদের আশঙ্কা, ইউনুসের প্রশাসন যা খুশি করতে পারে। এমনকী প্রশাসনের ওপর চাপ এলে শেষ করেও দিতে পারে। চিন্ময় কৃষ্ণদাস প্রভুর একটা ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী এই ঘটনায় ভারতের হস্তক্ষেপ দাবি করেছেন। এমনকি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে এই বিষয়ে ট্যাগ করেছেন শুভেন্দু অধিকারী। যদিও এই ঘটনায় ভারতের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
Be the first to comment