রোজদিন ডেস্ক :- অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যেকার সুড়ঙ্গের কাজ প্রায় শেষের দিকে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো তো চলছেই। এবার এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গপথ জুড়লেই হাওড়া ময়দান থেকে সোজা পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভে। আর সেই কাজ সম্পূর্ণ করার জন্য চলছে উদ্যমে কাজ।যা প্রায় একদম শেষ। একসাথে চলবে লাইন পাতার কাজও। বিভিন্ন জটিলতার কারণে আটকে থাকা এই অংশের পরিষেবা খুব শীঘ্রই চালু হবে বলে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ। তাঁদের একাংশের মতে, আগামী বছরের শুরুর দিকেই চালু হয়ে যেতে পারে এই পরিষেবা।
মঙ্গলবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি, কেএমআরসিএলের ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল মেট্রোর কাজ পরিদর্শনে গিয়েছিলেন। কাজের অগ্রগতি দেখে খুশি মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, আগামী বছর,অর্থাৎ ২০২৫ সালের প্রথম দিকেই গ্রিন লাইনের এই অংশের কাজ শেষ করে পরিষেবা চালু করা সম্ভব হবে।
২০১৯ সালে অগস্ট মাসে সুড়ঙ্গ কাটার যন্ত্রের মাধ্যমে মাটি কাটার সময় ধস নামে বৌবাজার এলাকায়। তড়িঘড়ি বন্ধ করতে হয় কাজ। নির্মীয়মাণ ওই সুড়ঙ্গের দৈর্ঘ্য ৪০ মিটার। ২০২২ সালের মে এবং অক্টোবরে ওই অংশ কাজ করার সময় দফায় দফায় ক্ষতিগ্রস্ত হয়। জল ঢুকে পড়ে সুড়ঙ্গের মধ্যে। বার বার বিপত্তির কারণে কাজ বন্ধ হওয়ায় এত দিনেও শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা চালু সম্ভব হয়নি।
তবে এবার আরো উন্নত প্রযুক্তির মাধ্যমে সুড়ঙ্গের ক্ষতিগ্রস্থ এলাকায় কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। এবং মেট্রো চালু করতে তাঁরা আরো অনেক ধাপ এগিয়েছেন।
Be the first to comment