রোজদিন ডেস্ক:- শীতকালীন অধিবেশন শুরু হতেই উত্তাল বিধানসভা। বুধবার অধিবেশন শুরু হতেই নারী নির্যাতন নিয়ে সরব হন বিজেপি বিধায়কেরা। তখনই বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। তাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক সেই সময় বিধানসভা ছেড়ে বাইরে বেরিয়ে যান বিজেপি বিধায়কেরা। বাইরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, ‘আরজি করের ঘটনার পরেও আমাদের রাজ্যে নারী ও শিশুদের ওপর নির্যাতন চলছেই। শারীরিক অত্যাচার ও খুন ক্রমবর্ধমান। এর বিরুদ্ধে আমাদের মহিলা বিধায়করা এদিন বিধানসভায় একটি মুলতুবি প্রস্তাব জমা করেন। এই মুলতুবি প্রস্তাবের ভাষ্যে এডিটেড পার্ট তাঁদেরকে পড়তে দেওয়া হয়। কিন্তু আলোচনার সুযোগ রাখা হয় না। আমাদের বিধায়ক তাপসী মণ্ডল, শিখা চট্টোপাধ্যায়, মালতি রাভা, চন্দনা বাউড়ি সবাই মিলে যখন প্রতিবাদ করেন, তখন তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়া হয়। এদিন তাপসী মণ্ডলের যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা আসলে পশ্চিমবঙ্গের অসংখ্য মহিলা ও শিশুদের কথা বলার মাইক ছিল। তাঁদেরই কন্ঠরুদ্ধ করা হয়েছে।’
এখানেই না থেমে শিলিগুড়ির বিধায়ক বলেন,’আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরই বলেছিলেন, বিরোধীদের মুখে সেলোটেপ মেরে দিতে। এদিন স্পিকার সেটাই করেছেন। এটা তো মুখ্যমন্ত্রীর আচরণেরই ভাষা।’
তবে মাইক বন্ধের প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এডিটেড ভার্সনই পড়তে হবে, সেটাই নিয়ম। কিন্তু তাপসী মণ্ডল তার বাইরের অংশ পাঠ করেছিলেন বলে রেকর্ড না করার নির্দেশ দিয়েছি।’
Be the first to comment