রোজদিন ডেস্ক :- বাংলাদেশে ইসকনের প্রতিনিধি চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দেওয়া হলে ভিসা বন্ধের আর্জি জানালেন বাংলার বিরোধী দলনেতা তথা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী।
বাংলাদেশে ইসকনের প্রতিনিধি চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও জামিন নিয়ে উত্তাল সেই দেশ। এই পরিস্থিতিতে এপার বাংলায় প্রতিবাদ জানাল বঙ্গ বিজেপি। বুধবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতর অভিযান করে।
এদিনের অভিযানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিন্ময় কৃষ্ণদাসকে মুক্তি না দেওয়া হলে ভিসা বন্ধের আর্জি জানিয়েছেন। পাশাপাশি সোমবার থেকে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। বাংলাদেশগামী ট্রাক আটকানোর ডাক দিয়েছেন তিনি। এছাড়াও এদিন শুভেন্দু বলেন, ‘ভারত-বাংলাদেশ সুসম্পর্ক নষ্ট করা হচ্ছে। এই ধরনের ভারত বিদ্বেষী আচরণ আগে দেখিনি।’ এদিন শুভেন্দু আরও বলেন, ”ভিসা সম্পূর্ণ বন্ধ করতে হবে। সীমান্ত বাণিজ্যেও অনুমোদন বাতিল করা হোক। পাশাপাশি মেডিক্যাল ভিসাও বন্ধ করতে হবে। ওঁরা চিকিৎসা নিতে করাচি, লাহোর যান, এখানে আসবেন না।”
এদিন রবীন্দ্র সদন থেকে বেক বাগান পর্যন্ত বিজেপি বিধায়করা হাতে পোস্টার, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মিছিল করেন। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে পথে নামে বিজেপি। বুধবার বাংলাদেশের হাই কমিশনের দপ্তরে ৮ জনকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়।
প্রসঙ্গত, এদিন একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেন রাজ্য বিজেপি। বিরোধী দলনেতা জানান, বৃহস্পতিবার দুপুর ২টোয় বঙ্গীয় সনাতন হিন্দু সমাজ জমায়েতের আয়োজন করেছে। এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। তাই সকলকে এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও সোমবার বিজেপি পেট্রাপোল সীমান্তে পণ্যবাহী যানচলাচলের পথ অবরোধ করার কর্মসূচি নিয়েছে। সেখানে থাকবেন খোদ শুভেন্দু। তবে যাত্রীবাহী গাড়িগুলির উপর কোনও প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন তিনি। চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্তে মুক্তি না দিলে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে কলকাতায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।
Be the first to comment