রোজদিন ডেস্ক :- ভয়াবহ দুর্ঘটনা ঘটলো উত্তরপ্রদেশের কনৌজে। ঘটনাস্থলেই মৃত ৫ জন ।আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ডিভাইডার ভেঙে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় সেটির, সংঘর্ষটি এতটাই মারাত্মক ছিল যে গাড়িটি উল্টে যায়। এই দুর্ঘটনায় ৪ চিকিৎসক-সহ ৫ জনের মৃত্যু হয়েছে।সাইফাইয়ের মিনি পিজিআই হাসপাতালে যাচ্ছিলেন ৪ চিকিৎসক। লখনউতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন তাঁরা। পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা। সূত্রের খবর, বুধবার ভোর ৪টের দিকে এই দুর্ঘটনা ঘটে।
সকলেই একটি গাড়িতে লখনউ থেকে ফিরছিলেন। যখন গাড়ি কনৌজ জেলার তিরওয়া থানার কাছে এসে পড়ে তার পরেই ট্রাকের ধাক্কায় সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ের চ্যানেল নম্বর 196.200-র কাছে গাড়িটি দুমড়েমুচরে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে ৬ জন ছিলেন। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে পাঁচজনই ঘটনাস্থলেই মারা যান।
একজন ডাক্তার গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসার জন্য সাইফাই মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। এতে চার চিকিৎসক-সহ পাঁচজনের মৃত্যু হয়। মৃতের তালিকায় আছেন, ডাঃ অনিরুধ ভার্মা, ডাঃ সন্তোষ কুমার মৌর্য, ডাঃ অরুণ কুমার, ডাঃ নরদেব মারা গেলেন, অপরজনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত ডাঃ জয়বীর সিংকে সাইফাই মেডিকেলে রেফার করা হয়েছে।
Be the first to comment