রোজদিন ডেস্ক :- বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের অবস্থানের পাশেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত।” তাঁর কথায়, ‘বাংলাদেশ নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না।’
এদিন বিধানসভায় বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়েও মুখ খোলেন মমতা। বিধানসভায় এই বিষয়ে বিবৃতি দিতে গিয়ে মমতা বলেন, ‘আমার সরকারের নীতি হল অন্য দেশের ব্যাপার হলে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে থাকব।’ কার্যত এইভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা।
এদিন তিনি বিধানসভায় বলেন, ‘যদি কোনও ধর্মের মানুষের ওপর অত্যাচার হয়, আমরা তার তীব্র নিন্দা করি। অন্য দেশেও যদি কোনও অন্য ধর্মের মানুষের ওপর অত্যাচার করা হয়, তাহলে আমরা সেটাকে সমর্থন করিনি।’ উদ্বেগের সুর সঙ্গে নিয়েই মমতা বলেন, ‘আমি এখানে ইসকনের প্রধানের সঙ্গে কথা বলেছি।’
প্রসঙ্গত, এ ব্যাপারে বুধবারই দিল্লি থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন, বাংলাদেশে চলতি পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান কী হবে তা দিল্লির সরকার স্থির করবে। মানুষ তাদের সেজন্য জনাদেশ দিয়েছে। এটা আন্তর্জাতিক বিষয়। সুতরাং এ ব্যাপারে নয়াদিল্লি তথা বিদেশ মন্ত্রক যে অবস্থান নেবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সেটাই তৃণমূলের অবস্থান হবে। বৃহস্পতিবারও একই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও।
Be the first to comment