বীরভূমের খোপাই নদীর তীরে এই শক্তিপীঠটি অবস্থিত। মা-এর একান্ন পীঠের একটি এটি। নানুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বোলপুর শ্রী নিকেতন ব্লকে এই ধর্মস্থানটি অবস্থিত। পুরাণ মতে দক্ষযজ্ঞে আমন্ত্রণ না পাওয়ায় শিব কুপিত হন। পার্বতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন। তখন দেখা যায় শিবের প্রলয় তাণ্ডব। স্ত্রীর মৃত শরীর নিয়ে দেবাদিদেব মহাদেবের সেই তাণ্ডবে দেবীর খন্ড খন্ড দেহ পড়ে দেশের বিভিন্ন স্থানে। এই কংকালীতলায় দেবীর কোমরের কঙ্কাল পড়েছিল। সেখান থেকেই নাম হয়েছে কংকালীতলা। কথিত আছে, এই শক্তিপীঠে দেবী খুবই জাগ্রত। ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন তিনি। রক্তরঞ্জিত দেবীর মূর্তি। ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা হয় ভক্তদের জন্য। সাধারণ দর্শনার্থীরাও ভোগের প্রসাদ পেতে পারেন। সারাবছর বোলপুর বা শান্তিনিকেতনে বেড়াতে আসেন বহু পর্যটক। তারাপীঠে তারামা-এর কাছেও বহু পূর্ণার্থী আসেন কিন্তু তুলনায় কংকালীতলায় নাম একটু কম প্রচারিত। বোলপুর শহর থেকে মাত্র ৯ কিমি দূরে অবস্থিত এই শক্তিপীঠ। রিক্সা অথবা বাসে করে অতি সহজেই যাওয়া যায় এখানে। নিজেদের গাড়িতেও যেতে পারেন এখানে।
– পিয়ালি আচার্য
Be the first to comment