আজ বুধবার কেপটাউনে তৃতীয় ওয়ান ডে-তে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি কোহিলিরা। আগের দুটি ম্যাচেই জিতে ২-০ তে এগিয়ে আছে ভারত। কেপটাউনে আজকের ম্যাচ জিতেই সিরিজে ৩-০ তে এগিয়ে যেতে চায় ভারতীয় দল।
দক্ষিণ আফ্রিকা দলে এখন চোট আঘাতে জর্জরিত। প্রথম ম্যাচ থেকেই চোটের জন্য খেলেননি ডিভিলিয়ার্স, তারপর অধিনায়ক ডুপ্লেসির চোটের পর সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কুইন্টন ডি ককও। তবে ভারতের দুই স্পিনার যজুবেন্দ্র চাহল ও কুলদীর যাদবের স্পিন বোলিংয়ের সামনে গত দুটি ম্যাচেই কার্যত অসহায় দেখিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপকে।
আজ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। এই ম্যাচেও ভাল জায়গায় ভারতীয় দল। আজ প্রথমে ব্যাট করতে নেমে অবশ্য ভারতীয় দল শুরুটা ভাল করতে পারেনি। প্রথম ওভারের শেষ বলে ফিরে গিয়েছেন রোহিত শর্মা (০)। এরপর ওপেনার ধবনের সঙ্গে ক্রিজে যোগ দেন ভারতের অধিনায়ক। প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে বড় রানের পথে এগিয়ে নিয়ে যান ওপেনার শিখর ধবন (৭৬) ও অধিনায়ক বিরাট কোহলি। তাঁদের জুটিতে ১৪০ রান উঠেছে। ধবন আউট হতেই এরপরের ব্যাটসম্যানদের সাথে বিরাটের ছোট ছোট জুটি তৈরী হয়। সেভাবে কেউই বড় রানের ইনিংস খেলেনি। রাহানে(১১) এদিন ব্যর্থ। এদিন পান্ডিয়াকে এয়াগে পাটানো হয়। কিন্তু সেও ব্যর্থ (১৪)। ধোনি (১০), কেদার যাদব (১) সেভাবে জ্বলে ওঠেনি। ভুবনেশ্বরকুমার ১৬ রানে নট আউট থাকেন। আর একপ্রান্ত ধরে থাকেন বিরাট। শেষ পর্যন্ত তিনি শতরান করেন এবং ১৬০ রানে অপরাজিত থাকেন। এছাড়াও ভারতকে ৩০৩ রানের বড় লক্ষ্যে পৌঁছে দেন। এদিন বিরাট ওয়ানডে ক্রিকেটে ৩৪তম শতরান পূর্ণ করলেন।
Be the first to comment