রোজদিন ডেস্ক :- ৪৩ বছর পর কুয়েতে দু’দিনের সফরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের আমন্ত্রণে মোদি কুয়েত সফর করছেন। শনিবার উপসাগরীয় দেশটিতে পৌঁছেছেন ভারতের প্রশাসনিক প্রধান। কুয়েতে ২৬তম আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন মোদি। ১৯৮১ সালে কুয়েত সফরকারী শেষ ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধি। গত ৪৩ বছরের মধ্যে উপসাগরীয় দেশটিতে এটিই কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম কুয়েত সফর।
شكرا للكويت، أنا مسرور بهذا الترحيب الرائع. pic.twitter.com/e0UWeTOwhL
— Narendra Modi (@narendramodi) December 21, 2024
কুয়েতের সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা ছাড়াও সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন তিনি। কুয়েতে বসবাসকারী বিদেশিদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি। ভারতীয়রা কুয়েতের মোট জনসংখ্যার ২১ শতাংশ (১ মিলিয়ন) এবং দেশের কর্মশক্তির ৩০ শতাংশ (প্রায় ৯ লাখ)। কুয়েতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় কর্মীরা সেদেশের বেসরকারি সেক্টরের পাশাপাশি গার্হস্থ্য খাতের কর্মশক্তির তালিকায় শীর্ষে রয়েছে।
কুয়েতে জমকালো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। ১০১ বছর বয়সি প্রাক্তন আইএফএস অফিসারের সঙ্গেও কথা বলেছেন মোদি। সবার সঙ্গে অনুষ্ঠানও উপভোগ করেছেন। প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, কুয়েতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা, ভারত এবং কুয়েতের মধ্যে একটি ভবিষ্যত অংশীদারিত্বের জন্য একটি রোডম্যাপ তৈরি করার একটি সুযোগ হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা কুয়েতের সঙ্গে ঐতিহাসিক সংযোগকে গভীরভাবে মূল্য দিই যেটি প্রজন্মের পর প্রজন্ম ধরে লালিত হয়েছে। আমরা শুধু শক্তিশালী বাণিজ্য ও জ্বালানির অংশীদারই নই। বরং পশ্চিম এশিয়ায় শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ক্ষেত্রেও আমাদের যৌথ আগ্রহ রয়েছে ৷’’ মোদি এও জানান, তিনি কুয়েতের আমির, ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করছেন। যেই আলোচনা দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে নয়া দিগন্ত উন্মুক্ত করতে পারে ৷
<blockquote class=”twitter-tweet”><p lang=”ar” dir=”rtl”>حظيت بترحيب حار من الجالية الهندية النابضة بالحياة في الكويت.<br><br>طاقتهم وحبهم وارتباطهم الراسخ بالهند ملهم حقًا. أنا ممتن لحماسهم وفخور بمساهماتهم في تعزيز العلاقات بين بلدينا. <a href=”https://t.co/WKlJpykf1r”>pic.twitter.com/WKlJpykf1r</a></p>— Narendra Modi (@narendramodi) <a href=”https://twitter.com/narendramodi/status/1870452462853009630?ref_src=twsrc%5Etfw”>December 21, 2024</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
Be the first to comment