রোজদিন ডেস্ক,কলকাতা :- দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে দিল্লির মোতিলাল নেহেরু মার্গে পৌঁছোলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। পরে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সেখানে পৌঁছান। প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ প্রণাম করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন তাঁরা।
Paid tributes to Dr. Manmohan Singh Ji at his residence. India will forever remember his contribution to our nation. pic.twitter.com/nnNZjiSowN
— Narendra Modi (@narendramodi) December 27, 2024
Paid floral tributes to the former Prime Minister of India, Dr. Manmohan Singh Ji.
A distinguished economist Manmohan Singh Ji, will always be remembered for his vast knowledge of finance and public policy. pic.twitter.com/eB1Ro1onrZ
— Amit Shah (@AmitShah) December 27, 2024
এদিন সকাল থেকেই সেখানে একে একে হাজির হচ্ছেন শাসক এবং বিরোধী দলের নেতারা। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে শনিবার। পৌঁছেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিও। পরে পৌঁছান রাহুল গান্ধি। দলের শীর্ষ নেতাকে শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে আসেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও ৷
CPP चेयरपर्सन श्रीमती सोनिया गांधी जी ने पूर्व प्रधानमंत्री डॉ. मनमोहन सिंह जी के आवास पहुंचकर उन्हें श्रद्धांजलि अर्पित की।
नमन 🙏
📍 नई दिल्ली pic.twitter.com/tCQAV3szbh
— Congress (@INCIndia) December 27, 2024
Congress President Shri @kharge, CPP Chairperson Smt. Sonia Gandhi ji, and LoP Shri @RahulGandhi paid their final respects to Dr. Manmohan Singh ji at his residence in New Delhi. pic.twitter.com/aGZTxT8YkQ
— Congress (@INCIndia) December 27, 2024
কংগ্রেস সূত্রে খবর, মনমোহনের কনিষ্ঠা কন্যা ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড ল’ স্কুলের অধ্যাপক। সেখান থেকে তিনি এদিন বিকেলে দেশে ফিরবেন। সেই কারণেই শেষকৃত্য হবে শনিবার। শেষকৃত্যের পর মনমোহনের অস্থি নিয়ে যাওয়া হবে কংগ্রেসের সদর দপ্তরে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাতদিন জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ‘জাতীয় শোক’ ঘোষণা হওয়ার অর্থ, এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।
Be the first to comment