হৃদয়ের রং গোলাপী বা পিঙ্ক; অত্যাচার, শোষণের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলে পিঙ্ক, ভালবাসার রং পিঙ্ক। হ্যাঁ, ভালোবাসার সপ্তাহের সূচনা হয়ে গেছে। আর এই গোলাপী সপ্তাহে মহানগর পেলো গোলাপী উপহার। অটো মানেই আর শুধু হলদে, কালো, সবুজ রং নয়, এবার নির্দিষ্ট একটি রং পিঙ্ক বা গোলাপী। হ্যাঁ, টালিগঞ্জ থেকে হাজরা চলছে এই পিঙ্ক অটো। চালাচ্ছেন মহিলারা।
বাংলায় এই প্রথমবার। রাজস্থানের জয়পুরে পিঙ্ক মার্বেলের বাড়ি থাকায় তাকে পিঙ্ক সিটি বলা হয়। তাই গোলাপী পোশাক পরা গোলাপী অটো চালানো নারীদের স্যালুট জানিয়ে বলা উচিত- তোমরা এগিয়ে চলো, মহানগর তোমাদের পাশে আছে। জয় হবেই।
Be the first to comment