আবারও বিদেশ ভ্রমণে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংযুক্ত আরব আমিরশাহীতে যাত্রা করবেন তিনি। আর বিদেশ সফরের প্রাক্কালে একটি বেসরকারী সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানান- তিনি ছুটিই নেন না। কাজকেই তিনি জীবন বলে মনে করেন। প্রশ্ন করা হয় তাঁর বিদেশ যাত্রার সময় কোনও রাঁধুনি কী তাঁর সঙ্গে যায়? উত্তরে মোদী বলেন, তিনি অত্যন্ত সাদামাটা জীবনে অভ্যস্ত। তিনি পুরোপুরি শাকাহারি, তাই রাঁধুনি নিয়ে যাওয়ার কোনও প্রশ্নই ওঠেনা।
প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয় সপ্তাহের কোন দিনটি তাঁর পছন্দের? উত্তরে নমো বলেন, আমি বর্তমানে বাঁচি তাই প্রতিটি দিন আমার কাছে পছন্দের। পরে এক প্রশ্নের উত্তরে নরেন্দ্র মোদী বলেন, প্রযুক্তি ভারতকে মজবুত করছে। সুতরাং, প্রযুক্তি ব্যাবহার করতেই হবে। তিনি কতক্ষন ঘুমোন এই প্রশ্নও করা হয় তাঁকে। উত্তরে মোদী বলেন, ঘুম শরীরের জন্য জরুরী। আমি প্রতিদিন ৪ থেকে ৬ ঘণ্টা ঘুমোই।
তাঁর আদর্শ ব্যক্তি কে? প্রধানমন্ত্রীকে এই প্রশ্নও করা হয়। উত্তরে তিনি বলেন স্বামী বিবেকানন্দই আমার আদর্শ। মহাত্মা গান্ধীও আমাকে অনুপ্রানিত করে। তাঁর শান্তি, অহিংসা, গরিব-দুঃখীদের জন্য মমতা আমাকে প্রেরণা দেয়। পাশাপাশি মোদী আরও বলেন শ্রদ্ধা করি সর্দার বল্লভ ভাই প্যাটেলকে। মেনে চলি ভগৎ সিংকেও, জাতির জীবনে আম্বেদকারেরও ভূমিকা আছে।
Be the first to comment