কয়েক মাস আগেই কংগ্রেসের সভাপতি পদের দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী। তারপর থেকেই কংগ্রেসের দায়িত্বভার কড়া হাতে সামলাচ্ছেন তিনি। সংসদে দাঁড়িয়ে বুধবারই রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির প্রশ্ন ছিল, কংগ্রেসের সভাপতি পদে রাহুলের মনোনয়ন আদতে নির্বাচন না অভিষেক? তারই জবাবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।
এদিন সোনিয়া সাফ জানান, কংগ্রেসের সভাপতি রাহুল তাঁরও বস। গুজরাটের বিধানসভা নির্বাচন ও রাজস্থানের উপনির্বাচনের ফলাফলই বলে দিচ্ছে কংগ্রেস সভাপতির আসনে বসার যোগ্য দাবীদার একমাত্র তিনিই। আর এদিন সোনিয়া গান্ধীও জানিয়ে দিলেন, রাহুল তাঁরও বস।
Be the first to comment