রোজদিন ডেক্স,কলকাতা :- সাতসকালে কলকাতায় ভূমিকম্প। সকাল ৬ টা ৩৫ নাগাদ কেঁপে ওঠে মাটি। দুলতে শুরু করে বহুতল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১ কম্পনের তীব্রতা ছিল বেশ বেশি। শুধু ভারত নয়, মোট ৫টি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।
সূত্রের খবর, নেপালের গোকর্ণেশ্বরের কাছে এই ভূমিকম্পের উৎসস্থল। ভারত, নেপাল, বাংলাদেশের সঙ্গে কম্পন টের পাওয়া গেল চিন-ভুটানেও।
পশ্চিম চিনের পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে ন’জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। চিনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি প্রাথমিকভাবে নিহতের সংখ্যা জানালেও হতাহতের বিস্তারিত তথ্য দেয়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালের লবুচে থেকে ৯৩ কিলোমিটার দূরে শিজাংয়ে। সেখানে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.১। ফের ভূমিকম্প হয় তিব্বতের শিজাংয়ে। দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪.৭। দু’টি ভূমিকম্পই হয়েছে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। তারপর থেকে পরপর ভূমিকম্প হয়েছে শিজাংয়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, প্রত্যেকটি ভূমিকম্পের মাত্রাই ৪.৮-এর উপরে। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর জানা যায়নি।
ভূমিকম্পের প্রভাবেই কম্পন অনুভূত হয়েছে কলকাতা-সহ বাংলার একাধিক জায়গায়। শুধু এদেশই নয়, ভূকম্প অনুভূত হয়েছে বাংলাদেশ, ভূটান এবং চিনেও।
Be the first to comment