বিতর্কিত অযোধ্যা মামলার অন্তিম শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে৷ আদালত এই মামলায় রোজই শুনানি করতে পারে৷ যে মামলাকে কেন্দ্র করে দেশে সবথেকে বড় বিতর্ক হয়েছে সেই মামলার শুনানি করবেন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ৷ ১৬৪ বছরের পুরনো এই মামলা৷ এই মামলার সঙ্গে যুক্ত ভিন্ন ভিন্ন ভাষায় অনুবাদ করা ৯হাজার পাতার পুরোটাই দেখবে শীর্ষ আদালত৷ মুখ্য বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ মামলার নিয়মিত শুনানি করবেন৷ অযোধ্যা মামলার এই বিশেষ বেঞ্চে প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি আব্দুল নজির৷ মনে করা হচ্ছে এই মামলার যে সব তথ্য রয়েছে তার প্রায় পুরোটাই অনুবাদ করা হয়ে গিয়েছে৷ সুন্নি ওয়াকফ বোর্ডের তরফে বলা হয় অযোধ্যা মামলার যত তথ্য রয়েছে তা অনুবাদ করার সময় শুনানির দিন পিছিয়ে দেওয়া হবে না৷ তার পাশাপাশি আদালতও জানায় ৮ই ফেব্রুয়ারির পর শুনানির দিন পেছোনো হবেনা৷
জানা গেছে সু্প্রিম কোর্টের তিন বিচারপতির এই বিশেষ বেঞ্চ প্রতিদিন তিন ঘণ্টা করে এই মামলার শুনানি করবেন৷ বিশেষজ্ঞদের ধারণা, এই ৩০ দিনে সব পক্ষেরই শুনানি শেষ করা যাবে এবং ১৬ই মে গরমের ছুটি শুরু হওয়ার আগেই সুপ্রিম কোর্টের এই বিশেষ বেঞ্চ শুনানি শেষ করতে পারবে৷
Be the first to comment