১৮ তারিখ সকাল থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- টালার পর এবার একদিনের জন্য দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। চলতি মাসের ১৮ তারিখ সকাল ৯টার পর থেকে গার্ডেন রিচ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের বেশ কিছু রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ হয়ে যাবে পানীয় জল সরবরাহ। পরের দিন অর্থাৎ, ১৯ তারিখ সকাল ৬টার পর থেকে আবার মিলবে পানীয় জল।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই সময় পাইপ লাইন মেরামত থেকে শুরু করে, ভালভ মেরামত করা ও অন্যান্য কাজ করা হবে। আর সেই কারণে এই সিদ্ধান্ত। রবিবার সকাল ৬টার পর থেকে স্বাভাবিক হবে পরিষেবা।
এর ফলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল পরিষেবা একদিনে জন্য বন্ধ থাকবে। যার ফলে কালীঘাট, রানীকুঠি, গড়ফা , চেতলা, গলফ গ্রিন, লোয়ালকা, বেহালা, বাঁশদ্রোণী, মিটিয়াব্রুজ এবং গার্ডেন রিচের জল প্রকল্প থেকে পরিস্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। ফলস্বরূপ দক্ষিণ কলকাতার টালিগঞ্জ, যাদবপুর, বেহালা, মেতিয়াবরুজ, মহেশতলা, বজবজ সহ বিস্তীর্ণ অঞ্চলে জল বন্ধ থাকবে। যার ফলে বোরো ৮, বোরো ৯, বোরো ১০, বোরো ১১ এবং বোরো ১২ আংশিক ছাড়া ও বোরো ১৩ ,১৪, ১৫ এবং ১৬ নম্বর বোরো জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানাল কলকাতা পৌর সংস্থার জল সরবরাহ বিভাগ।
তবে শহরের অধিকাংশ এলাকাতেই পাঠানো হবে পানীয় জলের ট্যাঙ্ক, সূত্রের খবর এমনটাই।
এর পুর আধিকারিক বলেন, ‘পাইপ লাইনের কাজ থেকে শুরু করে একাধিক সংস্কার কাজ এদিন করা হবে। স্বাভাবিকভাবেই কিছু সময়ের জন্য পরিষেবা বন্ধ রাখা হবে। তবে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় সেই জন্য জায়গায় জায়গায় পানীয় জলের গাড়ি পৌঁছে দেওয়া হবে। বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*