রোজদিন ডেস্ক, কলকাতা :- ২০২৪ সালের ২২ জানুয়ারি, অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিথি, নক্ষত্র মেনে এবার মন্দির কমিটি মহা সমারোহে পালন করছে প্রথম বর্ষপূর্তি। চলতি বছর ১১ জানুয়ারি এই বিশেষ তিথি পড়েছে। সেই কারণে আজই অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা এবং উদ্বোধনের বার্ষিক উৎসব চলছে।
শনিবার সকাল থেকে শুরু হয়েছে রামলালার বিশেষ পুজো। দুধ, দই, ঘি, মধু দিয়ে রামলালাকে অভিষেক করানো হয়। তারপর গঙ্গাজল দিয়ে স্নান করানো হয় রামের মূর্তিকে। রামলালার জন্য তৈরি করা হয়েছে ৫৬ রকমের ভোগ। ভোগদানের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেই ভোগ ভাগ করে দেওয়া হবে ভক্তদের মধ্যে। পাশাপাশি মন্দির চত্বর জুড়ে শুরু হয়েছে শুক্ল যজুর্বেদ থেকে অগ্নিহোত্র মন্ত্রোচ্চারণ। বিকেল ৫ টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এরপর শুরু হবে শ্রীরাম মন্ত্রোচ্চারণ, রামরক্ষা স্তোত্র ও হনুমান চালিশা। ৬টা থেকে শুরু হবে ভজন ও কীর্তন। এছাড়াও ভক্তদের জন্য থাকছে ভোগের ব্যবস্থা।
অন্যদিকে, রামলালার পুজো উপলক্ষ্যে সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন অগণিত ভক্ত। তিল ধারণের জায়গা পর্যন্ত নেই। তবে এত ভিড় নিয়ে সতর্ক রয়েছে মন্দির কর্তৃপক্ষ। কেননা সম্প্রতি তিরুপতি মন্দিরে ভক্তদের ভিড়ে পদপিষ্টের ঘটনা ঘটেছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে চারদিকে সজাগ দৃষ্টি রেখেছে রামমন্দির কর্তৃপক্ষ।
अयोध्या में रामलला की प्राण-प्रतिष्ठा की प्रथम वर्षगांठ पर समस्त देशवासियों को बहुत-बहुत शुभकामनाएं। सदियों के त्याग, तपस्या और संघर्ष से बना यह मंदिर हमारी संस्कृति और अध्यात्म की महान धरोहर है। मुझे विश्वास है कि यह दिव्य-भव्य राम मंदिर विकसित भारत के संकल्प की सिद्धि में एक… pic.twitter.com/DfgQT1HorT
— Narendra Modi (@narendramodi) January 11, 2025
Be the first to comment