রোজদিন ডেস্ক, কলকাতা :– অবশেষে যুদ্ধ বিরতি! ১৭ মাস বাদে যুদ্ধ বিরতি মধ্যপ্রাচ্যে। ইজারেয়েলের দেওয়া যুদ্ধ বিরতির শর্ত মেনে নিল হামাস। আর সেই সূত্র ধরে হামাসের হাতে বন্দি ইজরায়েলের নাগরিকদের ছেড়েও দিল তারা। যুদ্ধ পরিস্থিতিকে খুব কাছ থেকে দেখছেন এমন দুই সামরিক কর্তা সংবাদসংস্থা এপিকে এই খবর জানিয়েছেন ।
এই খবরের সত্যতা যাচাই করতে ইজরায়েল এবং হামাসের দুই সামরিক কর্তার সঙ্গে কথা বলেছে সংবাদসংস্থা এপি। হামাসের কর্তা জানিয়েছেন, ইজারায়েলের দেওয়া শর্ত মানার মতো পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছিল। অপহরণ করা হয়েছিল এমন কয়েকজনকে ছেড়েও দেওয়া হয়েছে। ইজরায়েলের তরফে জানানো হয়েছে যুদ্ধ বিরতি যাতে দ্রুত হতে পারে তার জন্য পদক্ষেপ করা হয়েছে। ঠিক কোন কোন শর্ত মেনে এই যুদ্ধবিরতি? তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা ঠিক করবে। পাশাপাশি চুক্তিপত্রের একটি খসড়া ইতিমধ্যেই এপির হাতে এসেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেদিন আচমকা হামলা চালিয়ে ইজরায়েল থেকে বেশ কয়েকজনকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। পাল্টা জবাব দিতে থাকে ইজরায়েল। এই দীর্ঘ সময় ধরে কখনও শান্ত হয়নি গাজা। বিভিন্ন সময়ে একাধিক পদক্ষেপ হলেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। এবার শান্তির পথে হাঁটতে চলেছে মধ্যপ্রাচ্য।
BREAKING: Qatar says Israel and Hamas are at the “closest point” yet to agreeing on a ceasefire in Gaza and the release of dozens of hostages.
Hamas has accepted a draft agreement for the ceasefire, officials said. Israel is still weighing the deal. https://t.co/ONlpiLkN9Z
— The Associated Press (@AP) January 14, 2025
Be the first to comment