রোজদিন ডেস্ক, কলকাতা:- রেশন দুর্নীতি মামলায় ১৪ মাস পর জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার কলকাতার নগর দায়রা আদালতে ইডি’র মামলায় জামিন দিল রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। আদালত সূত্রে জানা গিয়েছে, ৫০ হাজার টাকার জামিন বন্ড এবং ৫০ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল ‘বালু’কে। দু’দফায় হেপাজতে যাওয়ার পর, প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে ঠাঁই হয় তাঁর। তবে গ্রেফতার হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন মন্ত্রী। অসুস্থ হয়ে পড়ায়, জেল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়। জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। এই মামলায় আগেই জামিন পেয়েছেন চালকল ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য, ব্যবসায়ী বিশ্বজিৎ দাস।
Be the first to comment