রাজ্যসভায় কংগ্রেস সাংসদকে করা প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। প্রসঙ্গত, বুধবার প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যেই কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী ব্যঙ্গাত্মক হাসি হেসে ওঠেন। এর আপত্তি করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। কিন্তু প্রধানমন্ত্রী জবাব দেন, রামায়ণ সিরিয়ালের পর এই প্রথম তিনি নাকি এমন হাসি শুনলেন। মূলত, সূর্পনখার অট্টহাসিকেই নাম না করে রেণুকা চৌধুরীর হাসির সঙ্গে তুলনা করতে চেয়েছেন প্রধানমন্ত্রী বলে অভিযোগ তলেন বিরোধীরা।
আর এই বিতর্কের মধ্যেই বিজেপির অস্বস্তি বাড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু। জানা গিয়েছে, রেণুকার অট্টহাসি ও প্রধানমন্ত্রীর মন্তব্যের ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন এই কেন্দ্রীয় মন্ত্রী। ঘটনার পরই প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার দাবি তুলেছে কংগ্রেস।
ঘটনার তীব্র প্রতিবাদ জানান রেণুকাও। রিজিজুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
Be the first to comment