সইফের হামলাকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সইফ আলি খানের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। রবিবার ভোর রাতে মোবাইল লোকেশন ট্র্যাক করে থানে থেকে গ্রেফতার করা হয়েছে হামলাকারীকে। পুলিশ সূত্রে খবর, হিরানন্দানি কর্মী শিবিরের কাছে লুকিয়ে ছিল ওই আততায়ী। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, আত্মগোপনের জন্য একাধিক নাম ব্যবহার করে অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম মহম্মদ শরিফুল ইসলাম। যদিও গ্রেফতারের সময় নিজেকে বিজয় দাস বলে পরিচয় দেয় সে। পুলিশের অনুমান, ধৃত ব্যক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারী। গ্রেফতারের পর তাকে খার থানায় হেফাজতে রাখা হয়েছে।
জোন ৯-এর ডেপুটি পুলিশ কমিশনার দীক্ষিত গেডাম সাংবাদিক বৈঠকে বলেন, “ধৃতের কাছে ভারতীয় হিসেবে বৈধ কোনও নথি নেই। তবে তার কাছে এমন কিছু তথ্য-প্রমাণ পাওয়া গিয়েছে, যা তার বাংলাদেশের নাগরিক হওয়ারই ইঙ্গিত দিচ্ছে। ভারতে অনুপ্রেবেশের পর নিজের নাম বদলে বিজয় দাস করে নেয় সে। গত ৫ থেকে ৬ মাস আগেই মুম্বই এসেছে। প্রথমে বেশ কয়েকদিন মুম্বইয়েও ছিল। এরপর সেখান থেকে চলে আসে।”
ডিসিপি আরও জানান, সইফের বাড়িতে মূলত চুরির উদ্দেশ্যই ঢুকেছিল ওই আততায়ী। তাকে দ্রুত আদালতে পেশ করে পুলিশি হেফাজতের দাবি জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*