মালদ্বীপের সংকটজনক পরিস্থিতি নিয়ে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এবং ভারত মহাসাগরের তীরবর্তী অঞ্চলগুলির নিরাপত্তা নিয়েও দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়েছে বলে হোয়াইট হাউজ সূত্রে খবর। জানা গিয়েছে, মালদ্বীপের রাজনৈতিক অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধানই। কথা বলেছেন গণতন্ত্র এবং আইনের গুরুত্ব নিয়েও।
প্রসঙ্গত, মালদ্বীপের সুপ্রিম কোর্টের সঙ্গে প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের সংঘাতের জেরে চরম সংকটজনক হয়ে ওঠে সেদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি।
পাশাপাশি, আফগানিস্তান ও ভারত-মহাসাগরের তীরবর্তী অঞ্চলগুলির নিরাপত্তা নিয়েও শুক্রবার মোদী-ট্রাম্পের কথা হয়েছে বলে জানা গেছে।
Be the first to comment