কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জনজীবন বিপর্যস্ত। একটানা বৃষ্টির ফলে রাস্তায় জল জমার পাশাপাশি বেশ কিছু গাছও ভেঙে পড়েছে। এই বৃষ্টি নিম্নচাপের ফলে হচ্ছে বলে জানা গেছে। নিম্নচাপ আরও ২ দিন চলবে। হাওড়া এবং শিয়ালদহে ট্রেন চলাচল ব্যাহত। পাশাপাশি বিমান চলাচলেও সমস্যা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আরও বৃষ্টির সম্ভাবনা থাকার ফলে সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্নে। কন্ট্রোল রুম খোলা হচ্ছে জেলাগুলিতেও। ছবি- প্রশান্ত দাস
Be the first to comment