
রোজদিন ডেস্ক, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ সুজয়কৃষ্ণের জামিন মঞ্জুর করেছে। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি।
আদালত সূত্রে খবর, মূলত স্বাস্থ্যজনিত এবং মানবিক কারণেই অভিযুক্তের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। তবে সেইসঙ্গে বেশ কিছু শর্তও দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশ, সুজয়কৃষ্ণের গতিবিধির উপর নজর রাখবে সিবিআই। নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকবেন।
চিকিৎসার প্রয়োজন ছাড়া ‘কালীঘাটের কাকু’ অন্য কোনও কাজে বাড়ি থেকে বের হতে পারবেন না। আদালত এও জানিয়েছে, অভিযুক্ত তাঁর দু’টি মোবাইল নম্বর সিবিআইকে দিয়ে রাখবেন। আগামী ৩১ মার্চ পর্যন্ত ‘কাকু’র শর্তসাপেক্ষ জামিন বলবৎ থাকবে। ২০ মার্চ মামলার পরবর্তী শুনানি।
এদিন আদালতে সুজয়কৃষ্ণর আইনজীবী তাঁর মেডিকেল রিপোর্ট জমা করেন। আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্তের চিকিৎসার প্রয়োজন রয়েছে। তাঁর অ্যানজিওপ্লাস্টি করা দরকার। মাঝে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সুজয়কৃষ্ণকে। বর্তমানে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রেসিডেন্সি জেলে রয়েছেন। অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনাও ইতিমধ্যে সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Be the first to comment