রাজনৈতিক সঙ্কটে পড়া মালদ্বীপে চলছে ব্যাপক ধরপাকড়। এবার ২ সাংবাদিককে গ্রেফতার করলো মালদ্বীপ সরকার, তাঁদের মধ্যে একজন ভারতীয়, অন্যজন ভারতীয় বংশোদ্ভূত।
ধৃত ২ সাংবাদিক হলেন পঞ্জাবের মৌনী শর্মা ও লন্ডনের আতিশ রাবজি প্যাটেল। এঁরা এএফপি সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত। মৌনীর বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নাক গলাচ্ছিলেন।
শুক্রবার, মালদ্বীপের রাষ্ট্রীয় সুরক্ষা আইনে ওই ২ সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।
মালদ্বীপ সুপ্রিম কোর্ট দেশের ৯ বিরোধী রাজনীতিককে জেলমুক্তির নির্দেশ দেওয়ার পর থেকে এই দ্বীপরাষ্ট্রে ঘনিয়ে এসেছে সঙ্কট। ক্ষমতাসীন ইয়ামিন সরকার এই নির্দেশ মানতে অস্বীকার তো করেছেই, সুপ্রিম কোর্টের প্রদান বিচারপতিকে গ্রেফতারও করেছে তারা।
Be the first to comment