শীতকালীন অলিম্পিকের আসর দক্ষিণ কোরিয়ায়

Spread the love

১৭ দিনের শীতকালীন অলিম্পিকের আসর বসছে প্রায় ৩০ বছর পর দক্ষিণ কোরিয়ায়। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। তবে আসরের ইভেন্টগুলো বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ইতোমধ্যে আট লাখ ২৬ হাজার দর্শক খেলা দেখার জন্য টিকিট সংগ্রহ করেছেন। এই আসরে ১৫টি ডিসিপ্লিনে ১০২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ৯৩টি দেশের প্রায় তিন হাজার অ্যাথলিট অংশ গ্রহণ করছেন। ২৫ ফেব্রুয়ারি শেষ হবে এই শীতকালোন অলিম্পিকের আসর।
গতবারের আসরে ডোপ টেস্টের কারণে দক্ষিণ কোরিয়ার অধিকাংশ অ্যাথলিট অংশ নিতে পারেননি। ঐ আসরটি হয়েছিল রাশিয়ার শোচিতে। এবারে আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে অংশ নিতে পারছেন তারা। এই আসরে উত্তর কোরিয়ার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষপর্যন্ত অংশ নিয়েছে দেশটি। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া মিলে মহিলাদের হকি টিম গঠন করেছে বলে জানা গেছে। এই আসরের মাধ্যমেই উত্তর ও দক্ষিণ দুই কোরিয়ার মধ্যকার সম্পর্ক আরও ঘনীভূত হবে বলে মনে করছেন অনেকেই। এই অলিম্পিকের বেশির ভাগ ইভেন্ট অনুষ্ঠিত হবে উপকূলীয় শহর আলপেনসিয়া, গ্যাংজেং, ও দ্য মাউন্টেইন রিসোর্টে। এখানকার তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বিশ্বের জনপ্রিয় চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হবে এই আসরের ইভেন্টগুলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*