
রোজদিন ডেস্ক, কলকাতা:- বদ্রীনাথের কাছে তুষারধসে আটকে অন্তত ৪৭ জন শ্রমিক। শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় ভারত-তিব্বত সীমান্তের কাছে মানা গ্রামে কাজ করছিলেন প্রায় ৫৭ জন শ্রমিক। আচমকা সেখানে ধস নামে। আটকে পড়েন তাঁরা। উদ্ধারকাজ শুরু হয়েছে। ১০ জনকে উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।
এদিন বদ্রীনাথ ধাম থেকে ৩ কিলোমিটার আগে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) ক্যাম্পের কাছে রাস্তার কাজ করছিলেন ওই শ্রমিকরা। সেইসময় আচমকাই ধস নামে। ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারত-তিব্বত বর্ডার পুলিশ এবং বিআরও টিম। ঘটনাস্থলে পৌঁছায় প্রায় চারটি অ্যাম্বুল্যান্স। এদিকে তুষারধসের জেরে উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
বিস্তারিত আসছে…
Be the first to comment