
রোজদিন ডেস্ক, কলকাতা:- উষ্ণ শীতের পর এবার আরও গরম গ্রীষ্মকালের জন্য প্রস্তুত থাকুন। সতর্কতা জারি করে দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ বা IMD।
IMD-র পূর্বাভাস এবার গ্রীষ্মে দেশের বেশিরভাগ অংশেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।
তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে।IMD জানিয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস ছিল ১৯০১ সালের পর থেকে সবথেকে উষ্ণ মাস।
ফেব্রুয়ারি মাসের গড় উষ্ণতা সাধারণত থাকে ২০.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কিন্তু এবার গড় উষ্ণতা ছিল ২২.৪ ডিগ্রির আশেপাশে।
১৯০১ সালের পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে। ফেব্রুয়ারিতে মধ্য ও দক্ষিণ অঞ্চলেও উষ্ণ তাপমাত্রা ছিল।
২০২৫ সালের মার্চ থেকে মে মাস পর্যন্ত উত্তর-পূর্ব ভারত, চরম উত্তর ভারত এবং উপদ্বীপীয় ভারতের দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ অংশ ছাড়া দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপপ্রবাহের দিন আসতে পারে।
মার্চ, এপ্রিল এবং মে মাসে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং তাপপ্রবাহের বড় সম্ভাবনা রয়েছে। প্রখর গরম কৃষিব্যবস্থায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারবে।
Be the first to comment