সন্তানের জন্ম দেওয়ার জন্য তিনি হাসপাতালে এসেছিলেন৷ অথচ সঙ্গে আনেননি আধার কার্ড। আর এই কারণে তাঁর আলট্রাসাউন্ড টেস্ট করল না হাসপাতাল৷ ফলে হাসপাতালের বাইরে, পার্কিং এলাকায় মুন্নি জন্ম দিলেন তাঁর সন্তানের৷ ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সিভিল হাসপাতালে৷ মুন্নির স্বামী বাবলু জানিয়েছেন, মুন্নির আধার কার্ড রয়েছে৷ কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেটি হাসপাতালে নিয়ে যাননি৷ হাসপাতালে ভর্তির সময় কর্তৃপক্ষ তার আধার কার্ড চায়৷ হাসপাতালের তরফে জানানো হয়, আধার কার্ড না হলে আলট্রাসাউন্ড টেস্ট হবে না৷ তাই মুন্নির আধার কার্ডের ফোটোকপি চায় তারা৷ কিন্তু মুন্নির কাছে আধার কার্ডের কোনও কপি ছিল না৷
এদিকে, বাবলুর অভিযোগ এরপরই গর্ভবতীকে দেখবে না বলে জানান হাসপাতালের চিকিৎসকরা৷ ফলে একপ্রকার বাধ্য হয়েই হাসপাতালের পার্কিং এলাকায় এক কন্যা সন্তানের জন্ম দেন মুন্নি৷
প্রসঙ্গত, এমার্জেন্সি ওয়ার্ডের সামনে ৯ মাসের গর্ভবতী মুন্নি প্রায় ২ ঘণ্টা অপেক্ষা করেন৷ কিন্তু তাঁর কোনও পরীক্ষা হয় না৷ শেষে পার্কিং এলাকায় সাড়ে বারোটা নাগাদ কন্যা সন্তানের জন্ম দেন মুন্নি৷ ঘটনার পর হাসপাতাল চত্বর ঘিরে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ৷ গুরুগ্রামের প্রিন্সিপাল মেডিক্যাল অফিসার হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কথা স্বীকার করেছেন৷ কিন্তু মুন্নির পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷
Be the first to comment