প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজর শুধু পিছন দিকের আয়নায় আটকে। এভাবেই দেশকে চালাচ্ছেন তিনি, তাই দেশ বারবার গর্তে পড়ছে। কিন্তু ভারতকে নেতৃত্ব দিতে হলে তাঁকে পিছনে নয়, সামনের দিকে তাকাতে হবে। শনিবার, কর্নাটকের হসপেটে ভোটপ্রচারে গিয়ে এমন কথাই বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
এদিন জিএসটি ও নোট বাতিল নিয়ে কেন্দ্রকে খোঁচা দিতে ছাড়েননি কংগ্রেস সভাপতি। পাশাপাশি, সংসদে প্রধানমন্ত্রী দিনকয়েক আগে যে জবাবি ভাষণ দিয়েছেন সেই প্রসঙ্গ তুলে কংগ্রেস সভাপতি বলেন, দেশবাসী জানতে চায় আগামী সম্পর্কে। কিন্তু মোদী শুধু কংগ্রেস ও অতীত নিয়ে কথা বলতে ব্যস্ত।
এদিন কর্ণাটকবাসীদের উদ্দেশ্যে রাহুল আরও বলেন, মোদীর কথাবার্তা সব ফাঁপা তাই রাজ্যবাসীর সেই মিথ্যে প্রতিশ্রুতিতে ভরসা করা মোটেই উচিত নয়।
Be the first to comment