ছোটো শিল্পের পর বড় শিল্পেও দেশের শীর্ষ বাংলা, উচ্ছ্বসিত হয়ে নিজেই জানালেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বড় শিল্পে বিনিয়োগ-আকর্ষণের ক্ষেত্রে দেশের অন্যতম শীর্ষ রাজ্য হিসেবে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। উচ্ছ্বাসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে বুধবার এই খবর নিজেই জানিয়েছেন। তিনি লিখেছেন, দীর্ঘদিন ধরে এমএসএমই (MSME) ক্ষেত্রে সেরা অবস্থানে থাকা পশ্চিমবঙ্গ এখন বড় শিল্পের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য বড় ডেস্টিনেশন বাংলাই।

কেন্দ্রের শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার বিভাগ (DPIIT) দ্বারা প্রকাশিত ২০২৪-২৫ বার্ষিক রিপোর্ট অনুযায়ী, বড় শিল্পের বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে অন্যতম অগ্রগামী রাজ্য। ২০২৪ সালে বড় কর্পোরেট বিনিয়োগ-আকর্ষণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রায় সমস্ত রাজ্যকে ছাপিয়ে গিয়েছে এবং শীর্ষ তিন রাজ্যের মধ্যে অবস্থান করেছে। এদিন মুখ্যমন্ত্রী লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, বড় শিল্পের ক্ষেত্রেও আমরা এখন দেশের শীর্ষ স্তরে পৌঁছেছি। কয়েক বছর ধরে এমএসএমই ক্ষেত্রে আমরা শীর্ষস্থানে রয়েছি। এবার বড় শিল্পের ক্ষেত্রেও আমরা বড় সাফল্য অর্জন করেছি।”
তিনি আরও জানান, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (BGBS) ২০২৫-এর সাফল্য নজির গড়েছে এবং বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতার নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এমএসএমই এবং বড় শিল্প উভয় ক্ষেত্রেই এই সাফল্য পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ দেশের শিল্প-মানচিত্র থেকে বঞ্চিত বলে বিরোধী দলগুলি রাজ্য সরকারকে কটাক্ষ করে। এদিন এই সাফল্যের পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিরোধীদের পাল্টা কটাক্ষ করা হয়েছে। শাসকদলের তরফে বলা হয়েছে, “বিজেপি বলে রাজ্যের শিল্প নেই। কিন্তু কেন্দ্রীয় তথ্যই অন্য কথা বলছে। তাহলে বোঝা যায়, শুভেন্দু অধিকারীরা যা বলেন, সে কথা বিশ্বাস করেন না দিল্লির বিজেপি নেতারা!”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*