তৃণমূলে যোগ দিয়েই সরকারি বড় দায়িত্ব পেলেন তাপসী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই বড় দায়িত্ব পেলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। রাজ্যের নারী ও শিশুকল্যাণ ও সমাজকল্যাণ দপ্তরের অধীন নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন করা হয়েছে তাঁকে। তাঁর সঙ্গে বোর্ডে রয়েছেন আরও ৬ জন আইএএস-ডব্লিউবিসিএস আধিকারিক।

সোমবারই তৃণমূলে যোগ দিয়েছেন তাপসী। ১৯৯৭ সাল থেকে টানা চার বার সিপিএমের টিকিটে হলদিয়া পুরসভার কাউন্সিলার হন। ২০২১ সালে বিজেপির টিকিটে হলদিয়া থেকে বিধায়ক হন। ২০২৩ সালে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পান তাপসী। ২০২৪-এর পর থেকেই তাপসীর সঙ্গে দলের দূরত্ব বাড়ছিল বলে খবর। সম্প্রতি নানা কারণে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর দ্বন্দ্ব শুরু হয়। শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। কিছুদিন আগেই তিনি নিজের নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন। সোমবার পাকাপাকিভাবে দলত্যাগ করেন।
সাংবাদিক বৈঠকে তাপসী বলেন, ‘প্রগতিশীল এই রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে। এই রাজনীতি মেনে নেওয়া কঠিন হচ্ছিল। বিভিন্নভাবে প্রতিবাদ করেও লাভ হয়নি। তাই তৃণমূলে জয়েন করছি।’ এদিকে তাপসীর দলবদল বিজেপির জন্য ধাক্কা মনে করেন না বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বরং তাঁর দাবি, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাসের মতো দলবদলুদের মতো তাপসী মণ্ডলকেও হারাবেন তাঁরা। এদিকে তাপসীর বড় দায়িত্ব পাওয়া প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ, দলবদলের উপহার দেওয়া হল হলদিয়ার বিধায়ককে।
অন্যদিকে, তাপসীর দলবদল নিয়ে কটাক্ষ করেছেন প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। তিনি বলছেন, এটা তৃণমূল কংগ্রেসের পুরনো খেলা। তবে মানুষ এখন তৃণমূলকে বুঝতে পেরেছে ৷ তাই দল বদলে খুব একটা প্রভাব পড়বে না। ফলে এসব পুরস্কার কোনও ভাবেই কাজে আসবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*