শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফের হুমায়ুন কবীরকে শোকজ, সর্তক করা হল সিদ্দিকুল্লাকেও

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফের মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শো-কজ করল তৃণমূলের বিধানসভার পরিষদীয় কমিটি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশে ফের শোকজের মুখে পড়লেন মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তৃণমূল বিধায়ক যে ধরনের ভাষা প্রয়োগ করেছেন তা নিয়ে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন। এরপরই তাঁর নির্দেশে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি ভরতপুরের বিধায়ককে কারণ দর্শানোর চিঠি পাঠিয়েছে। জবাব সন্তোষজনক না পেলে দল হুমায়ুন কবীরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আগামী দিন গ্রহণ করবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে বিতর্কিত মন্তব্য করার জন্য প্রবীণ মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকেও মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়েছেন। বৃহস্পতিবার রাতের মধ্যেই ভরতপুরের বিধায়কের কাছে শোকজের চিঠি পৌঁছে গেছে। তাকে জবাব দেওয়ার জন্য খালি দোলের দিন সময় দেওয়া হয়েছে। অর্থাৎ শনিবারই তাকে তার এই শোকজ চিঠির জবাব দিতে হবে দলকে। যদি তার জবাব সন্তোষজনক না হয় তাহলে তাকে সাসপেন্ড করা হতে পারে বলে তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিধানসভার অধিবেশন থেকে বহিষ্কৃত। সেই ঘটনার বিরোধিতা করে বিধানসভার বাইরে শুভেন্দু নেতৃত্বে গত কয়েকদিন ধরে বিজেপি বিধায়করা প্রতিবাদ জানাচ্ছেন। বিরোধী দলনেতা অভিযোগ করেছেন তাকে জোর করে বিধানসভা থেকে বার করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা হুমকি দিয়েছিলেন আগামী বিধানসভা থেকে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলা হবে। শুভেন্দুর সেই মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয়। রাজ্যের বিরোধী দল নেতাকে আক্রমণ করে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর সুর চড়ান। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি বুধবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাল্টা হুমকি দিয়ে বিতর্কের মুখে দাঁড় করান তৃণমূল দলকে। বৃহস্পতিবার ভরতপুরে বিধায়ককে বলতে শোনা যায় তার কাছে জাতি দলের চেয়ে বড়। এইসব মন্তব্য নিয়ে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ওই বৈঠকে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভন দেব চট্টোপাধ্যায়কে অবিলম্বে হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে ক্যাবিনেট বৈঠকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, একজন প্রবীন নেতা হয়ে যেসব মন্তব্য করেছে তা তাকে শোভা পায়না বলে মুখ্যমন্ত্রী বৈঠকেই ক্ষোভ প্রকাশ করেন। এই ধরনের মন্তব্য মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী যেনো আর না করেন, সাবধানও করে দেন। প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যের কারণে চারমাসে এই নিয়ে দুবার শোকজ করা হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*