
রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের করোনার আতঙ্ক! করোনার বছরপাঁচেক পর ফের এক নতুন ভাইরাসের ভ্রুকুটি। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। খাস কলকাতায় হদিশ মিলল মারণ ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের। আক্রান্ত হলেন এক গৃহবধূ। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। জানা গিয়েছে, বছর পয়তাল্লিশের ওই গৃহবধূর গড়িয়ার বাসিন্দারা।
গত ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। জ্বর কিছুতেই কমছিল না, বরং বাড়ছিল। শেষে ওই মহিলাকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই করোনা ধরা পড়ে। হাসপাতাল সূত্রে খবর, কোভিড ১৯ নয়, ওই মহিলা HKU -1 ভাইরাসে আক্রান্ত। এই ভ্যারিয়ান্টি ততটা বিপজ্জনক না হলেও, সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা।
নতুন এই ভাইরাসের নাম– ‘হিউম্যান মেটানিউমো ভাইরাস’, সংক্ষেপে– এইচএমপিভি (hmpv)। চিনের নানা প্রান্তে দ্রুতগতিতে ছড়াচ্ছে এই ভাইরাস। বেশ কিছু মানুষের মৃত্যু ঘটেছে। প্রতিটি হাসপাতালে লম্বা লাইন পড়েছে অসুস্থদের। জানা গিয়েছে, এই নয়া ভাইরাসের ক্ষেত্রে করোনার মতোই উপসর্গ। রোগীদের শ্বাসকষ্ট, জ্বর-কাশি ইত্যাদি হচ্ছে।
Be the first to comment