
রোজদিন ডেস্ক, কলকাতা:- হায়দরাবাদের সন্তোষ নগর কলোনিতে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় এক বছরের শিশু সূরেন্দর লিফটে আটকে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। শিশুটির বাবা একটি হোস্টেলে নিরাপত্তারক্ষীর কাজ করতেন এবং পরিবারসহ কুতুব শাহী মসজিদের কাছে মুস্তাফা অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। সূত্র মতে, শিশুটি লিফটে আটকে পড়ার পর দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও নিশ্চিত নয়।
সম্প্রতি লিফটে আটকে বা লিফট শ্যাফটে পড়ে দুর্ঘটনার একাধিক ঘটনা সামনে এসেছে। এর আগে সিরসিলা শহরে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা লিফট না থাকা সত্ত্বেও দরজা খোলার কারিগরি ত্রুটির কারণে লিফটের ভেতর পড়ে মারা যান। এছাড়া, ফেব্রুয়ারি মাসেও এক ছয় বছরের শিশু একইভাবে লিফটে আটকে পড়ে প্রাণ হারিয়েছিল। লিফট দুর্ঘটনার ক্রমবর্ধমান সংখ্যা উদ্বেগজনক হয়ে উঠেছে, এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন উঠেছে।
Be the first to comment