দোল-হোলির দিন শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আঁটোসাঁটো নিরাপত্তা পুলিশের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- শুক্রবার রঙের উৎসব দোল। আনন্দের দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে তিলোত্তমার নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে কলকাতা পুলিশ। মহানগরের রাস্তায় থাকবেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। রং খেলার পর গঙ্গায় স্নান করতে নামার চল রয়েছে। তাতেও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। তাই শুক্রবার ও শনিবার কলকাতার অন্তত ৬৬টি ঘাটে কড়া নজরদারি রাখছে লালবাজার। সুরাপ্রেমীদের দোলের আগে কড়া সতর্কবার্তা দিয়েছে পুলিশ।

কলকাতা শহরজুড়ে মোতায়েন থাকছে প্রায় চার হাজার পুলিশকর্মী। রাস্তায় থাকবেন যুগ্ম পুলিশ কমিশনার এবং ডিসি পদমর্যাদার পুলিশ অফিসাররাও। ৬০০টি  গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে পুলিশ পিকেট। শহরজুড়ে টহল দেবে ৫৮টি ভ্যান, ৩০টি পিসিআরএম (মোটরবাইক)।
দোলের দিন মদ্যপান করে এলাকার পুকুর বা জলাশয়ে যাতে কেউ না নামেন তার জন্য স্থানীয় ক্লাবগুলিকে সতর্ক করেছে পুলিশ। তবে রাস্তায় প্রচুর পুলিশ থাকবে টহলরত অবস্থায়। পুলিশের উপর হামলা এবং বচসা করলে সরাসরি লকআপে ঢুকিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোনও হিংসার ঘটনা ঘটলে পুলিশ যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে তারও ব্যবস্থা নেওয়া হয়েছে। অলিগলিতে টহল দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। লালবাজারকে প্রত্যেক মুহূর্তের আপডেট দিতে হবে স্থানীয় থানাগুলিকে। প্রস্তুর থাকছে পুলিশের বাইক বাহিনীও।
পুলিশের সূত্রে খবর, গত দু’বছরে দোলের দিন কলকাতায় গঙ্গা এবং জলাশয়ে ডুবে তিনজনের মৃত্যু হয়েছিল। তা থেকে শিক্ষা নিয়ে এবার কলকাতার অন্তত ৬৬টি ঘাটে কড়া নজরদারি রাখছে লালবাজার এছাড়াও, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে লালবাজার। মহানগরের ৪৪টি ঘাটে প্রস্তুত থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
শুক্রবার হোলি উদযাপন এবং রমজানের দ্বিতীয় জুমার নামাজ একসঙ্গে হওয়ায় কলকাতায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্বের উপর জোর দিয়েছেন। সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্য থানাগুলিকে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*