
রোজদিন ডেস্ক, কলকাতা:- শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে একটি স্ক্র্যাপের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ আগুন লাগে। বিধ্বংসী আগুনে পুরোপুরি ছাই হয়ে যায় গোডাউনটি। মূলত প্লাস্টিক জাতীয় সামগ্রী, টায়ার থাকায় নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা বিদ্যুৎহীন করে দেওয়া হয়। দমকলের ৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। তবে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দমকল সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আসার পরই কেন লাগল তা খতিয়ে দেখা হবে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই দুর্ঘটনা।
Be the first to comment