
রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্যের মানুষ যাতে বিনা পয়সায় চিকিৎসা পেতে পারেন, সেই লক্ষ্যে ২০১৬ সালে চালু হয়েছিল স্বাস্থ্যসাথী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পে এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করেছেন রাজ্যের ৮ কোটি ৭২ লক্ষ ৫৭ হাজার ৬০৭ জন। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় এই তথ্য পেশ করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
বৃহস্পতিবার আমতার তৃণমূল বিধায়ক সুকান্ত পাল স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে প্রশ্ন করেছিলেন। তাঁর প্রশ্নের জবাবে চন্দ্রিমা বলেন, রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পে বরাদ্দের পরিমাণ ক্রমেই বাড়াচ্ছে। এরপরই চন্দ্রিমা বলেন, ২০২৩-২৪ অর্থবর্ষে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য ব্যয় হয়েছে ২৬৯৪ কোটি ৬৪ লক্ষ ৯ হাজার ৬৩১ টাকা। বর্তমানে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা মেলে ২৯১৪টি হাসপাতালে। কার্ডের উপর হেল্পলাইন নম্বর রয়েছে। যে কোনও অসুবিধায় সেই নম্বরে ফোন করলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়।
Be the first to comment