খারাপ আলোর জন্য জোহানেসবার্গে চতুর্থ ওয়ানডে ম্যাচ খানিকক্ষণের জন্য বন্ধ

MELBOURNE, AUSTRALIA - FEBRUARY 22: Shikhar Dhawan of India bats during the 2015 ICC Cricket World Cup match between South Africa and India at Melbourne Cricket Ground on February 22, 2015 in Melbourne, Australia. (Photo by Quinn Rooney/Getty Images)
Spread the love

ভারত ৩৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করেছে। খারাপ আলোর জন্য আপাতত খেলা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। এদিন বিরাট কোহলি ৭৫ রান করে আউট হন। ওপেনার শিখর ধাওয়ান আজ তার ১৩তম শতরান পূর্ণ করেন। তিনি ১০৭ রানে ব্যাট করছেন। সঙ্গে আছেন আজিঙ্কা রাহানে (৫)।
সিরিজ জেতার লক্ষ্য নিয়ে আজ জোহানেসবার্গে কোহলিরা মুখোমুখি দক্ষিণ আফ্রকার সাথে। ছয় ম্যাচের সিরিজের ৩-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল। আজ বিরাট কোহলি টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন। আজ ভারতীয় দলে একটি পরিবর্তন হয়। মিডল অর্ডারে কেদার যাদবের জায়গায় দলে আসে শ্রেয়স আইয়ার। ভারতের আজ ব্যাটিং-এর শুরুতেই আউট হয়ে যান সহ অধিনায়ক রোহিত শর্মা। তিনি মাত্র ৫ রান করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ৯ ওভারে ১ উইকেটে ৫০ রান করে। শিখর ধাওয়ান ২৯ এবং বিরাট কোহলি ১২ রান করে ব্যাট করছেন। রোহিতকে আউট করেন দক্ষিণ আফ্রকার পেসার রাবাদা। আজ দক্ষিণ আফ্রিকা দলে খেলছেন এবি ডিভিলিয়ার্স।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*