পায়েল খাঁড়া
সুড়কি ফেলা পথ….পায়ে পায়ে আত্মীয়
দুপাশে বই দোকানের সার
শৈত্য সন্ধ্যে হয়ে উঠেছে রাজকীয়।
মলাটের ভাঁজে কাহিনীর ভীড়
কেউ ছন্দ আয়েসী……
তো কেউ ঢলেছে অমিত্রাক্ষর ছাঁদে
কেউ পুরাতন, কেউ সদ্য প্রকাশিত….আনকোরা
ছাপাখানার উত্তাপ এখনো প্রচ্ছদে লেগে আছে।
উঁকি দিও ইতিউতি……
রসাস্বাদন ও রসনাপূর্তি দুয়েরই জোটক সংগতি।
বাজেটে কম বেশি হবে
তহবিলে ঢ্যারা কেটে
কয়েক মূহুর্ত যাপন অমিতব্যয়ী পকেটের সংশ্রবে।
লিটল ম্যাগ থেকে সংকলন… বই বই আর শুধু বই
বিকিকিনির অজুহাতে, আমি থেকে আমরা…. প্লাটফর্ম জুতসই।
পাঠক লেখক প্রকাশক, কলমের সংক্ষেপসার
মন থেকে মনন অবাধ যাতায়াতে
শব্দ ডিঙিয়ে যায় দেশ কাল ভাষা – কাঁটাতার।
গল্প কল্প বিঞ্জান কলা আরো হরেক আয়োজন
আপামর হৃদয়ের মেলবন্ধন।
এ যুগ গতীয়, ব্যস্ততা জানি স্বাভাবিক।
তবু আজও আছে থাকবে ও ছিল
বাঙালীর মানসে বইমেলা নস্টালজিক।
Be the first to comment