মিমি চক্রবর্তী
জন্মঃ ১১ ফেব্রুয়ারি ১৯৮৯
তিনি একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। গানের ওপারে ধারাবাহিকের ‘পুপে’ চরিত্রের মাধ্যমে তিনি নিজের জনপ্রিয়তা বাড়িয়ে তোলেন।
উত্তর বাংলার জলপাইগুড়িতে জন্মগ্রহন করেন মিমি।অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় তাঁর শৈশব কাটে। পরে তিনি জলপাইগুড়িতে ফিরে আসেন। তিনি বিন্নাগুড়ির সেন্ট জেমস্ স্কুল-এ শিক্ষালাভ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়-এর অন্তর্গত আশুতোষ কলেজ-এ ইংরেজিতে গ্রাজ্যুয়েট হন।
বাপি বাড়ি যা, প্রলয়, বোঝেনা সে বোঝেনা, গল্প হলেও সত্যি, খাদ, জামাই ৪২০, কাঠমান্ডু, পোস্ত, ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
=====================================================================================
টিনা অম্বানী (মুনিম)
জন্মঃ ১১ ফেব্রুয়ারী ১৯৫৭
তিনি একজন বলিউড অভিনেত্রী, এছাড়াও তিনি কোকিলাবেন ধিরুবাই অম্বানী হাসপাতালের চেয়ার পারসন। তিনি শিল্পপতি অনিল অম্বানীর স্ত্রী।
দেশ পারদেশ, কর্জ, মন পসন্দ, লুটমার, ফিফটি ফিফটি, খুদা কসম, রকি, রাজপুত, সুহাগ, সারারা, আশমান, বেওয়াফায়ি, অধিকার, যুদ্ধ ইত্যাদি ছবিতে অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
======================================================================================
শার্লিন চোপড়া
জন্ম: ১১ ফেব্রুয়ারি, ১৯৮৪
তিনি একহন ভারতীয় মডেল, অভিনেত্রী এবং গায়িকা। ২০০২ সালে ভেন্দি মাবু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তেলুগু চলচ্চিত্র তার অভিষেক ঘটে। ভারতের অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে জন্ম নেন। তিনি সেকেন্দ্রাবাদে স্ট্যানলি গার্লস হাই স্কুল এবং সেন্ট অ্যান কলেজ ফর উইমেনে পড়াশোনা করেন।এরপর তিনি সুইডিশ ইনস্টিটিউট কলেজ অব হেল্থ সাইন্সেস থেকে আকুপাংকচার বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন।
ভেন্দি মাবু, ইউনিভার্সিটি, বীপার, নটি বয়, গেম, রাকীব, দিল বোলে হারিপ্পা, কামসূত্র – থ্রী ডি ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment