ছত্তিশগড়ে সেনা-মাওবাদী এনকাউন্টারে খতম ৩০ মাওবাদী, শহিদ ১ জওয়ান

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী অভিযানে বড় সাফল্য মিলেছে। গঙ্গালুর থানা সীমানার কাছে বিজাপুর-দান্তেওয়াড়া সীমান্তে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে একটি সংঘর্ষ চলছিল। দুটি পৃথক সংঘর্ষে ৩০ জন মাওবাদীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। বিজাপুর পুলিশ এই তথ্য দিয়েছে। এই সংঘর্ষে এক সেনা জওয়ান শহিদ হয়েছেন এবং আরও দুই জওয়ান আহত হয়েছেন ৷

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে গঙ্গালুর থানা সীমানার কাছে বিজাপুর-দান্তেওয়াড়া সীমান্তের বনাঞ্চলে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে সংঘর্ষ চলছে। নিরাপত্তা বাহিনী মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং তাদের নির্মূল করার জন্য সেখানে তল্লাশি অভিযান চলছে।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর নিজের এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, “আজ আমাদের সেনারা ‘মাওবাদী মুক্ত ভারত অভিযান’-এর লক্ষ্যে আরও একটি বড় সাফল্য অর্জন করেছে। ছত্তিশগড়ের বিজাপুর এবং কাঙ্কেরে আমাদের নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ২২ জন মাওবাদী নিহত হয়েছে।
মোদি সরকার মাওবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছে এবং আত্মসমর্পণ থেকে শুরু করে অন্তর্ভুক্তি পর্যন্ত সমস্ত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও যারা আত্মসমর্পণ করছে না, তাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করছে। আগামী বছরের ৩১ মার্চের আগে দেশ মাওবাদীমুক্ত হতে চলেছে।”
দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্তে পুলিশ এবং মাওবাদীদের মধ্যে এই সংঘর্ষ চলছে। মাওবাদীদের শিক্ষা দিতে, যৌথ বাহিনী মাওবাদীদের মূল এলাকায় প্রবেশ করে। উভয় পক্ষ থেকে গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে, এখনও পর্যন্ত এনকাউন্টারে ৩০ জন মাওবাদী নিহত হয়েছে।
যৌথবাহিনীর অভিযানের কারণে, সকাল ৭টা থেকে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে একটানা গুলির লড়াই চলছে। সংঘর্ষস্থল থেকে এখনও পর্যন্ত ৩০ জন মাওবাদীর দেহ এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে, এই এনকাউন্টারে বিজাপুর ডিআরজির একজন সেনাও শহিদ হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*