দক্ষিণ আফ্রিকা সফরে বিরাট কোহলি টেস্ট সিরিজে একটি সেঞ্চুরি করেছিলেন, তারপর একদিনের সিরিজেও পরপর দুটি ম্যাচে সেঞ্চুরি করেছেন। গতকাল জোহানেসবার্গেও ৭৫ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছেন। এরই সাথে শনিবার তাঁর মুকুটে যোগ দল নতুন পালক। একদিনের ক্রিকেটে প্রথম পাঁচ সর্বোচ্চ ভারতীয় রান সংগ্রহকারীর তালিকায় চলে এলেন কোহলি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে পিছনে ফেললেন কোহলি। একদিনের ক্রিকেটে আজহারের মোট রান ৯,৩৭৮ এবং সেই সঙ্গে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকেও টপকে গেলেন কোহলি। গেইলের মোট রান ৯,৪২০। ২০৬ ম্যাচে ৯,৪২৩ রান করে কোহলি সর্বাধিক রানসংগ্রহকারীর তালিকায় ভারতীয় হিসেবে পঞ্চম ও বিশ্বে ১৬তম স্থানে পৌঁছে গেলেন। এই তালিকার শীর্ষে মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকর। একদিনের ক্রিকেটে তাঁর মোট রান ১৮,৪২৬। ভারতীয় হিসেবে এই তালিকায় তাঁর পরই রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (১১,৩৬৩), রাহুল দ্রাবিড় (১০,৮৮৯) এবং মহেন্দ্র সিংহ ধোনি (৯,৯৫৪)। গতকালের ৭৫ রানের সাথে কোহলি একদিনের ক্রিকেটে তাঁর ৪৬ তম হাফসেঞ্চুরি করলেন। এছাড়াও কোহলির একদিনের ক্রিকেটে ৩৪টি শতরান আছে।
Be the first to comment