ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবু ধাবিতে প্রথম মন্দিরের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

Spread the love

পশ্চিম এশিয়ার তিন দেশে চার দিনের সফরে শনিবারই সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে দুবাইয়ের অপেরা হাউস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবু ধাবিতে প্রথম মন্দিরের শিলান্যাস করেন মোদি। সঙ্গে দুবাইয়ে অনাবাসী ভারতীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্রে মোদি জানান, প্রযুক্তির সঠিক ব্যবহারই কোনও দেশকে অগ্রগতির দিকে এগিয়ে দিতে সাহায্য করে। তাই প্রযুক্তিই একমাত্র উন্নতির সহায়ক। প্রধানমন্ত্রী কথায়, তবে কোনও দেশে প্রযুক্তির ব্যবহার হোক উন্নতির জন্য, ধ্বংসের জন্য নয়। এদিন আবু ধাবিতে ভিডিও কনফারেন্সে হিন্দু মন্দিরের শিলান্যাস করে এমন কথাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ছবি বিদেশমন্ত্রকের তরফ থেকে ট্যুইটও করা হয়েছে।

প্রসঙ্গত, আরব আমির শাহি সফরে রয়েছেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষ্যেই রবিবার প্রবাসী ভারতীয়দের সামনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ধন্যবাদ জ্ঞাপন জানান আবু ধাবির ক্রাউন প্রিন্সকে। পাশাপাশি, মোদি বলেন আমার বিশ্বাস এই মন্দির শুধু তার স্থাপত্য ও আড়ম্বরপূর্ণ উপস্থিতির জন্য নয়, বিশ্ববাসীকে বসুধৈব কুটুম্বকম বার্তা দেওয়ার জন্যও স্মরণীয় হয়ে থাকবে।

মোদির এই সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে দুবাইয়ে অনুষ্ঠিত ষষ্ঠ ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিটে অংশ নেওয়া। পাশাপাশি, সংযুক্ত আরব আমির শাহির দেশগুলির সঙ্গে সুসম্পর্ক স্থাপন করাই এই সফরের মূল উদ্দেশ্য৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*