
রোজদিন ডেস্ক, কলকাতা:- গরমে নাভিশ্বাস উঠতে পারে বিভিন্ন জেলার মানুষের। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।
চৈত্রের মাঝেই কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছুঁতে পারে বলে পূর্বাভাস। আগামী ৪-৫ দিনে ৪-৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে পারদ চল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে।
বাড়ছে পারদ! চড়চড়িয়ে গা-হাত-পা পোড়াতে পারে সূর্যের তাপ। এপ্রিল পরার আগেই গরমে দম আটকে আসতে পারে বঙ্গবাসীর । তবে তারই মধ্যে আছে সুখবর । বৃষ্টি হবে ৫ জেলায়।
দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়বে, তখন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে দার্জিলিঙে বৃষ্টি শুরু হবে। সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার, এই ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তীব্র গরমের আগাম পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহেই তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হতে চলেছে। আগামী তিনদিন তাপমাত্রার পারদ আরও অনেকটা চড়বে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচদিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। পারদ চড়লেও ঝড়বৃষ্টির হাত থেকে চলতি সপ্তাহেও রেহাই পাবে না উত্তরবঙ্গ। আগামিকাল থেকে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়।
Be the first to comment