অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে বহিষ্কৃত সলমন নাদভি

Spread the love

অযোধ্যা থেকে বাবরি মসজিদ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড(এআইএমপিএলবি) থেকে বহিষ্কৃত হলেন সলমন নাদভি। শনিবার থেকে হায়দরাবাদে শুরু হয়েছে এআইএমপিএলবি-র ২৬তম সম্মেলন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, অযোধ্যা থেকে বাবরি মসজিদ অন্যত্র সরানো হবে না। তাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করার ফলেই নাদভিকে বহিষ্কার করা হল বলে খবর।

রবিবার এআইএমপিএলবি-র বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বাবরি মসজিদ নিয়ে তাদের পুরনো অবস্থানেই অনড় থাকবে বোর্ড। অন্যদিকে নাদভির দাবি, ইসলামে বলা আছে প্রয়োজনে মসজিদের জমি অন্যত্র স্থানান্তরিত করা যেতে পারে। তিনি আরও বলেন, দুই ধর্মের মানুষের মধ্যে আলোচনার মাধ্যমে অযোধ্যা সমস্যার সমাধান করা সম্ভব। তাঁর এই মন্তব্যে বিরোধিতার ঝড় ওঠে এআইএমপিএলবি-র সম্মেলনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*