এটিএম থেকে বেরোল জাল ৫০০ টাকার নোট। দেখা গেছে এটি বাচ্চাদের খেলার জন্য ব্যবহৃত নোট। নোটে লেখা আছে, ফুল অফ ফান। ব্যাঙ্কের নাম চিলড্রেনস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কানপুরের মার্বেল প্যালেস এলাকার ঘটনা।
সচিন নামে এক ব্যক্তি প্রাইভেট ব্যাঙ্কের এটিএম থেকে ১০ হাজার টাকা তোলেন। সব নোটগুলোর মধ্যে একটি ৫০০ টাকার জাল নোট বেরোয়। নোটটি হাতে পেয়েই পুলিশে অভিযোগ করেন ওই ব্যক্তি। পুলিশ নোটটি সিজ করে ও এটিএম টি বন্ধ করে দেয়। সচিন বলেন, আমি ১০ হাজার টাকা তুলতে এটিএম-এ আসি। এরমধ্যে চিল্ড্রেন ব্যাঙ্কের নামে একটি নোট বেরোয়। আমি এটিএম গার্ডের রেজিস্ট্রারে অভিযোগ করি। বলা হয়েছে, ব্যবস্থা নেওয়া হবে।
দক্ষিণ কানপুরের এটিএম টি বর্তমানে বন্ধ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Be the first to comment