শারজায় আফগানিস্তান ও জিম্বাবোয়ের মধ্যে ৫ ম্যাচের একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ে আফগানিস্তানকে ১৫৪ রানে হারিয়ে সিরিজে ১-১ অবস্থায় ফিরে এলো। রবিবার জিম্বাবোয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩৩৩ রান সংগ্রহ করে। উইকেটকিপার ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর ১২৫ রান করেন এবং সিকান্দার রাজা ৯২ রান করেন। জবাবে আফগানিস্থান ৩০.১ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সবচেয়ে বেশি পার্টনারশিপ দশম উইকেটে ৬৪ রান করেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা।
কাকাতলীয় ভাবে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান জিম্বাবোয়েকে ১৫৪ রানে হারিয়ে দিয়েছিলো। ৯ তারিখে হওয়া শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ব্যাট করে আফগানিস্তান ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৩ রান সংগ্রহ করেছিলো। রহমত শাহ ১১০ বলে ১১৪ রান করে ৪টি ছক্কা এবং ৮টি চারের সাহায্যে। এছাড়াও নাজিবুল্লাহ জর্ডন ৫টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে মাত্র ৫১ বলে ৮১ রান করেন। জবাবে জিম্বাবোয়ে ৩৪.৪ ওভারে ১৭৯ রান করে সকল ব্যাটসম্যান আউট হয়ে যান।
অদ্ভুদভাবে দুটি ম্যাচের স্কোর এবং ফলাফল কাকতলীয় ভাবে মিলে যায়। এবং দুই দলের মধ্যে সিরিজ ১-১ সমতায় চলে আসে। বাকি তিন ম্যাচে দুই দলের মুখোমুখিতে কোন দল সিরিজ জেতে সেটাই এখন দেখার বিষয়।
Be the first to comment