অবশেষে সব চিন্তার অবসান ঘটিয়ে সুস্থ ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন এক সেনা জওয়ানের স্ত্রী। তারপরই সেনা চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে মহিলা বলেন, আমার সন্তান ও আমাকে বাঁচানোর জন্য তাঁদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। প্রসঙ্গত, শনিবার রাতে ওই মহিলাকে সন্তান প্রসব করানোর পর চিন্তামুক্ত হলেন সেনা হাসপাতালের চিকিৎসকরাও। এই বিষয়ে অপারেশনকারী চিকিৎসক বলেন, এটা কোনও রুটিন ঘটনা ছিল না। তবে সন্তান প্রসবের পর ওই মহিলাকে আনন্দিত হতে দেখে আমরা খুব খুশি। এই মুহূর্তটা আমাদের হাসপাতাল ও টিমের কাছে খুবই আনন্দদায়ক।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় অন্য আহতদের সঙ্গে গর্ভবতী অবস্থায় থাকা ওই মহিলা গুলির আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার সুনজওয়ান সেনা ক্যাম্পে হামলা চালিয়ে ৫ নিরাপত্তারক্ষী ও একজন সাধারণ মানুষকে হত্যা করে জঙ্গিরা। হামলায় আহত হন ওই অন্তঃসত্ত্বা মহিলা সহ ১০ জন। সেনা জওয়ানদের পালটা গুলিতে খতম হয়েছে ৪ জঙ্গিও।
Be the first to comment