তিনদিনের মধ্যে সামরিক বাহিনী গড়তে পারেন বলে মন্তব্য করায় আরএসএস প্রধান মোহন ভগবতের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সোমবার তিনি ট্যুইট করে বলেছেন, আরএসএস প্রধানের লজ্জা হওয়া উচিত। তিনি আমাদের শহিদ জওয়ান ও সেনাবাহিনীকে অপমান করেছেন। যে জওয়ানরা জাতীয় পতাকাকে স্যালুট করেছেন, তাঁদের প্রত্যেকের অপমান এটা। এই অপমান মেনে নেওয়া যায় না। তাঁর এই মন্তব্য জাতীয় পতাকা এবং প্রত্যেক ভারতীয়রও অপমান। এমন মন্তব্যের জন্য ভগবতের এখনই ক্ষমা চাওয়া উচিত।
প্রসঙ্গত, রবিবার বিহারের মুজফফরপুরে এক জনসভায় ভগবত বলেন, আরএসএস তিনদিনের মধ্যে সামরিক বাহিনী গড়ে তুলতে পারে। সেনাবাহিনীর সেটা করতে ৬ থেকে ৭ মাস সময় লেগে যাবে। আমাদের সেই ক্ষমতা আছে। যদি সেরকম পরিস্থিতি হয় এবং সংবিধান অনুমতি দেয়, তাহলে স্বয়ংসেবকরা দেশের হয়ে লড়াই করতে প্রস্তুত। আর আরএসএস প্রধানের এমন মন্তব্যের পরই নিন্দায় সরব হন রাহুল গান্ধী।
Be the first to comment